কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২০

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনায় বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) আসামিদের আদালত পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার সকালে বাতাবাড়িয়া এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানার নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ ও মধ্য বয়সী লোকজন মাক্স পরে ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেয়।

ওই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনকে এজহার নামীয় ও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবদর দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজলার ইলিয়াস, লালমাই উপজলার সাদ্দাম হাসন মজুমদার, চঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজলার আব্দুল কাদর।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।