বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে সঠিক রাজনীতি ফিরিয়ে আনতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, যে যার ভোট দেবে, সকলের ভোটের গুরুত্ব থাকবে এমন একটি নির্বাচনের বাংলাদেশ চাই।’
তিনি বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে চেষ্টা করছি। কারণ, হেড কোয়ার্টার যদি ঠিক না হয়, তাহলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠার আশঙ্কা রয়েছে। ফ্যাসিবাদ ঠেকাতে ভোটের অধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।’
শুক্রবার (২৯ আগস্ট) রাতে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকল ইসলামী দল ও অন্য জাতীয়তাবাদী সমমনা দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার ঈঙ্গিত দিয়ে ডা: তাহের আরো বলেন, ‘দিন যতই বাড়ছে, ততই জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। ক্ষমতার হিসাব-নিকাশ প্রতিদিন পরিবর্তন হচ্ছে।’
এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান।
বারৈয়া গ্রামের মাওলানা বাহালুল আলম তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলমের পরিচালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মহসিন কবির।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মো: আকতারুজ্জামান, সাবেক সেক্রেটারি শাহ মো: মিজানুর রহমান, বর্তমান সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা মহানগর অফিস সেক্রেটারি প্রফেসর জাকির হোসেন, কাশিনগর ইউনিয়ন সাবেক আমির মাওলানা আবু বকর, সাবেক সভাপতি মাওলানা শামছুল হক, মাস্টার ইয়াছিন মোল্লা, বারৈয়ার মেম্বার শাহ আলম, কাশিনগর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম, আলী আশরাফ মেম্বার, আবদুল মজিদ মেম্বার, বিজিবি কর্মকর্তা আবদুর রহিম, আলী হোসেন আর্মি, ছাত্রশিবির সভাপতি মশিউর রহমান সানী, সমন্বয়ক শাখাওয়াত হোসেন শাওন, মাওলানা আবদুল লতিফ, আলি মিয়া সর্দার, খোরশেদ আলম তালুকদার, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।