জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার উদ্যেগে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদারের সভাপতিত্বে ও কুলাউড়া পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মহসিন আহমদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, ‘আমাদের আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আমরা সেই কাজেই গুরুত্বারোপ করবো, ইনশাআল্লাহ।’
প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, ‘ছাত্রশিবির বাংলাদেশে আল্লাহর এক নেয়ামতের নাম। ছাত্রশিবির চাইলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। আগামীর বাংলাদেশ ছাত্রশিবিরের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ।



