ফেনীতে হত্যাকাণ্ডের আলামতসহ গ্রেফতার ৫

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনব্যাপী অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামিরা
হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামিরা |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীর পশ্চিম চরদরবেশ গ্রামে স্থানীয় জমি ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হাশেম নামে একজনকে হত্যায় ব্যবহৃত আলামতসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে নিহত আবুল হাশেমের বাবা আব্দুর শুক্কুর বাদি হয়ে গত রাতেই ওই গ্রামের ১৩ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন উত্তর চরদরবেশ গ্রামের মরহুম সৈয়দ আহম্মেদর ছেলে আক্তার হোসেন (৩৫), একই গ্রামের কামাল হোসেনের ছেলে মো: রাকিব (২৫), মরহুম এনামুল হকের ছেলে মো: সোলাইমান (৪৫), মফিজুল হকের ছেলে শেখ রাসেল, মানিক মিয়ার ছেলে মো: শিপন, বেচু মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫) মধ্যেম চরছান্দিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৪২)।

থানা পুলিশ জানায়, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবুল হাশেম হত্যাকাণ্ডের প্রধান আসামি আক্তার হোসেনকে গতকাল রাতেই নোয়াখালীর চর জব্বার এলাকা থেকে এবং বাকিদেরকে চরদরবেশ ও ওলামা বাজার থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি আক্তার হোসেন ও রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি বোরকা, ঘটনাস্থলের পাশ থেকে একটি দা, দু’টি রক্তমাখা লোহার রড, একটি মহিলাদের ওড়না, তিন প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, অভিযান পরিচালনা করে রাতেই আমরা প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করি। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর ৬টার দিকে চরছান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাজেদা ফাউন্ডেশনের কাছে সড়কের ওপর মুখোশ পরা দুর্বৃত্তরা আবুল হাশেমকে কুপিয়ে হত্যা করে। এ সময় আবুল হাশেমের এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে যায়। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে হাশেমের মৃত্যু হয়। নিহত আবুল হাশেম ওই গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে।