দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

রোববার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গলে শীত
শ্রীমঙ্গলে শীত |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

রোববার (২৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করে জানান, রোববার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা এরকমই থাকবে। রাতের বেলা ঠান্ডা অনুভূত হলেও দিনে রোদের কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে শেষ রাতে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

Topics