ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মঙ্গলবার (২৫ মার্চ) জানান, ঈদ উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন আখাউড়া স্থলবন্দর ও কাস্টমস বন্ধ থাকবে। তবে...

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর
ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আট দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। তবে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মঙ্গলবার (২৫ মার্চ) জানান, ঈদ উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন আখাউড়া স্থলবন্দর ও কাস্টমস বন্ধ থাকবে। তবে অন্যান্য কাজ বন্ধ থাকলেও ৫ এপ্রিল আমদানি-রফতানি বাণিজ্য চলমান রাখার সীদ্ধান্ত হয়েছে।

আখাউড়া স্থলবন্দররের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিব আহমেদ জানান, পবিত্র ঈদ উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আট দিন স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।

৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে বলেও জানান তিনি।

এদিকে, বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ঈদে বন্দরের অন্যান্য কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারত যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে আগে এই বন্দর দিয়ে হাজার হাজার যাত্রী আনাগোনা করলেও এবার কোনো চাপ নেই বলেও জানায় কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, রফতানি ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম। প্রতিদিন কোটি টাকার মাছসহ বিপুল পরিমাণ অন্যান্য মালামাল রফতানি হয় ভারতে।

এই লম্বা ছুটিতে আমদানি-রফতানি বাণিজ্যে প্রভাব পড়বে বলেও জানান তিনি।