বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘সোনারগাঁয়ে টেকসই পর্যটকবান্ধব পরিবেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, সামাজিক সংগঠন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক এ কে এম আজাদ সরকার, সোনারগাঁও টুরিস্ট পুলিশের ওসি মো: দেলোয়ার হোসেন, সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রেজিস্ট্রেশন কর্মকর্তা এ কে এম মুজাম্মিল হক, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইন, পনির হোসেন প্রমুখ।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান শেষে সোনারগাঁওয়ে হাইওয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করতে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছ বিতরণ করা হয়।