গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ছুটি রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন বলেন, ‘আমাদের সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে।’
জানা গেছে, নাসির উদ্দিনের বিরুদ্ধে শ্রীপুর থানায় সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।