ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনার ছয়টি সংসদীয় আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
খুলনা মহানগরের সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ নাসির উদ্দিন সংবাদ রোববার (১০ আগস্ট) মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞতিতে জানান, গত ২৬ জুলাই খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এক গণসমাবেশে দলের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সে অনুযায়ী প্রার্থীরা হলেন— খুলনা-১ আসনে (বটিয়াঘাটা ও দাকোপ) খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, খুলনা-২ আসনের (সদর ও সোনাডাঙ্গা) খুলনা মহানগর সভাপতি মাওলানা মুফতি আমানুল্লাহ, খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা) কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, খুলনা-৪ (রূপসা, দিঘলিয়া ও তেরখাদা) দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম এবং খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
তবে ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।