সন্ত্রাস–মাদকমুক্ত, বাসযোগ্য পিরোজপুর গড়াই আমাদের অঙ্গীকার : মাসুদ সাঈদী

আগামী দিনের পিরোজপুর হবে এমন একটি জেলা— যেখানে মানুষ নিরাপদে রাত কাটাবে, মা-বোনেরা নির্ভয়ে চলাফেরা করবে, যুব সমাজ গড়বে নিজের ভবিষ্যৎ এবং দুর্নীতি নামক অভিশাপ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
পিরোজপুরে মাসুদ সাঈদী
পিরোজপুরে মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘স্বৈরাচার হাসিনার শাসনামলে দক্ষিণাঞ্চলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জেলাগুলোর একটি ছিল পিরোজপুর। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, সরকারি দফতরসহ সর্বত্র গড়ে উঠেছিল একটি অদৃশ্য সিন্ডিকেট— যারা দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ন্যায়বিচার ছিল কোণঠাসা, আর উন্নয়ন ছিল কাগজে-কলমে সীমাবদ্ধ। মানুষ তখন সবচেয়ে বেশি ভুগেছে নিরাপত্তাহীনতা, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের কারণে।’

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলার পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘আজ পিরোজপুরবাসীর মনে আশা ও পরিবর্তনের যে নতুন বাতাস বইছে, তা আমাদের সবার সম্মিলিত অর্জন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির ঘৃণ্যচক্র ভেঙে দিয়ে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পিরোজপুর নির্মাণ করা সম্ভব। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, জনসম্পৃক্ততা এবং প্রশাসনিক স্বচ্ছতা। আমি পিরোজপুরের সকল ধর্ম-বর্ণ ও শ্রেণী পেশার মানুষের কাছে এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ— এ জেলার প্রতিটি মানুষকে নিরাপদ পরিবেশ, পরিচ্ছন্ন নগর-গ্রাম এবং উন্নয়নমূলক সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’

‎মাসুদ সাঈদী আরো বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষায় উত্তরণ, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধের চর্চার দিকে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়–প্রশ্রয় দেয়া হবে না। একইভাবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি এবং তা বাস্তবায়নে জনগণই হবে সবচেয়ে বড় শক্তি।’

‎তিনি বলেন, ‘পিরোজপুরের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনের পিরোজপুর হবে এমন একটি জেলা— যেখানে মানুষ নিরাপদে রাত কাটাবে, যেখানে মা-বোনেরা নির্ভয়ে চলাফেরা করবে, যেখানে যুব সমাজ গড়বে নিজের ভবিষ্যৎ এবং যেখানে দুর্নীতি নামক অভিশাপ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

‎তিনি পিরোজপুরবাসীর উদ্দেশে বলেন, ‘এ পরিবর্তনের অভিযাত্রায় আপনাদের প্রত্যেকের সহযোগিতা ও সমর্থনই আমাদের শক্তি। সন্ত্রাস–মাদকমুক্ত একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য পিরোজপুর গঠনে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব— এ হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।’

‎পিরোজপুর পৌরসভার আমির ইসহাক আলী খানের সভাপতিত্বে পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান, মেডিক্যাল অফিসার (আবাসিক) ডা: মো: নিজামউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারি মো: আল আমিন, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি সিরাজুল ইসলামসহ পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিরা।