ঈদগাঁওতে অস্ত্রসহ ২ জন আটক

ঈদগাঁও থানা পুলিশের সেকেন্ড অফিসার আসাদুর রহমান বলেন, মামলা রুজু করে আটকদের আদালতে প্রেরণ করা হবে।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
ঈদগাঁওতে অস্ত্রসহ ২ জন আটক
ঈদগাঁওতে অস্ত্রসহ ২ জন আটক |ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর ইউনিয়নের চাকার দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জাফর আলমের ছেলে সেলিম (৩৫) ও ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের মধ্যম শিয়া পাড়া এলাকার আনোয়ারের ছেলে জামশেদ (২০)।

ঈদগাঁও থানা পুলিশের সেকেন্ড অফিসার আসাদুর রহমান বলেন, মামলা রুজু করে আটকদের আদালতে প্রেরণ করা হবে।