চট্টগ্রাম-১৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার মো: রাজিব হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
চট্টগ্রাম-১৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন উপজেলা জামায়াতের আমির
চট্টগ্রাম-১৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন উপজেলা জামায়াতের আমির |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: মো: শাহাদাত হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার মো: রাজিব হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন।

এ সময় পৌরসভা আমির কাজী কুতুব উদ্দিনসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

মনোয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য প্রার্থী ডা: শাহাদাত হোসেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর পক্ষে একটি মাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’