এক মাসে মহেশপুর সীমান্তে ভারতীয় নারীসহ ২৪৪ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে গত এক মাসে একজন ভারতীয় নারীসহ ২৪৪ জন বাংলাদেশীকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে গত এক মাসে একজন ভারতীয় নারীসহ ২৪৪ জন বাংলাদেশীকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। পরে তাদের আদালতে পাঠানো হয়।

জানা যায়, এ উপজেলার ৪৪ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে গত ২৪ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তারা আটক হন। আটক ব্যক্তিরা নড়াইল, সুনামগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, বাগেরহাট, মোংলা, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ রয়েছেন।

এছাড়া গত ২৫ এপ্রিল ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার ফাল্গুনী রায় নামের ২৮ বছরের এক নারীকে আটক করে বিজিবি।

নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য জানান, ভারতের বিএসএফ সদস্যরা তাদের ভারতের বিভিন্ন এলাকা থেকে ধরে এনে সীমান্তের বিভিন্ন জায়গায় জড়ো করেন। পরে সময়-সুযোগ বুঝে তাদের বাংলাদেশে ঠেলে দেন। তবে বিজিবির সদস্যরা তৎপর থাকার কারণে পাঠানো অনেককে আটক করতে সমর্থ হন।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকার মানুষ সচেতন হলে আমরা এ এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে পরবো।