কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াত ও বিএনপির দোয়া

বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
নয়া দিগন্ত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কুয়াকাটাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী ও বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৩০ নভেম্বর) বাদ আসর কুয়াকাটা, মহিপুর ও আলীপুরে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ উপলক্ষে মহিপুর থানা বিএনপি, থানা মহিলা দল, আলীপুর ইউনিয়ন বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা করে। স্থানীয় মসজিদে অনুষ্ঠিত এসব দোয়া মাহফিলে নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নতি ও সার্বিক কল্যাণ কামনাও করা হয়। পরে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে একই দিন আসর নামাজের পর কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে কুয়াকাটা পৌর ও মহিপুর থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।