ফরিদপুরের ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদরাসার মাহফিল বুধবার

বাহিরদিয়া মাদরাসা দেশের অন্যতম প্রাচীন একটি কওমি মাদরাসা। ১৯৪১ সালে মাওলানা আব্দুল আজিজ রহ: এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ইলমেদ্বীন শিক্ষাদানের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দীনের সহীহ জ্ঞান বিতরণ ও শিরক-বিদআত দূরীকরণে মাদসাটির অবদান অপরিসীম।

নয়া দিগন্ত অনলাইন
বাহিরদিয়া মাদরাসার এ বছরের মাহফিলেও দেশের বরেণ্য আলেমরা ওয়াজ করবেন
বাহিরদিয়া মাদরাসার এ বছরের মাহফিলেও দেশের বরেণ্য আলেমরা ওয়াজ করবেন |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার ৮৪তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) জোহরের নামাজের পর থেকে শুরু হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির শিক্ষক মুফতি কামালুদ্দিন খান (সদরপুরী হুজুর) নয়া দিগন্তকে জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারের মাহফিলেও দেশের বরেণ্য আলেমরা ওয়াজ করবেন।

উল্লেখযোগ্য আমন্ত্রিত বক্তারা হলেন- মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী প্রমুখ।

মুফতি কামালুদ্দিন খান জানিয়েছেন, বৃহস্পতিবার বাদ ফজর দেশের বরেণ্য আলেম এবং মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আকরাম আলীর হেদায়েতি বয়ান ও আখেরি মুনাজাতের মাধ্যমে মহৎ এই মাহফিলের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে।

বাহিরদিয়া মাদরাসা দেশের অন্যতম প্রাচীন একটি কওমি মাদরাসা। ১৯৪১ সালে মাওলানা আব্দুল আজিজ রহ: এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ইলমেদ্বীন শিক্ষাদানের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দীনের সহীহ জ্ঞান বিতরণ ও শিরক-বিদআত দূরীকরণে মাদসাটির অবদান অপরিসীম। ইসলামবিরোধী নানা কার্যকলাপের বিরুদ্ধে সাহসী ও সুদৃঢ় অবস্থানের কারণেও বাহিরদিয়া মাদসা দক্ষিণাঞ্চলীয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।