বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গরীব মানুষের মাঝে খাবার বিতরণ

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় শহরের এসএস রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ
দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ |নয়া দিগন্ত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় শহরের এসএস রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, ‘বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা গরীব ও অসহায়দের পাশে দাঁড়াই। দেশের এই কঠিন সময়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। বিএনপি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডা: আব্দুল আজিজ, বিএনপি নেতা রিপন আহমেদ, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মো: হাবীব, শ্রমিক নেতা নাঈম ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে তিন শতাধিক অসহায় পরিবারের হাতে খাবার তুলে দেয়া হয়।