কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীররা তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে শিক্ষক নেতা অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫০০ শিক্ষক-কর্মচারী অংশ গ্রহণ করেন।



