প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।’
রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে একথা বলেন তিনি।
পরিদর্শন শেষে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে। ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।’
মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সঙ্কটের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, ‘খুব শিগগীরই এই সমস্যার নিরসন হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
সূত্র : বাসস



