গাকৃবিতে ‘ইয়াস’ বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস অনুষ্ঠিত

জলবায়ু সহনশীল কৃষিতে তরুণদের নেতৃত্বে উদ্ভাবনের আহ্বান

আন্তর্জাতিক কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের অন্যতম সম্মানজনক বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেসের বাংলাদেশ শাখার উদ্যোগে গাকৃবি অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাকৃবিতে ‘ইয়াস’ বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস অনুষ্ঠিত
গাকৃবিতে ‘ইয়াস’ বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস অনুষ্ঠিত |নয়া দিগন্ত

আন্তর্জাতিক কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের অন্যতম সম্মানজনক বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেসের (IAAS) বাংলাদেশ শাখার উদ্যোগে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ৫ম ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস (NaCo) ২০২৫।

‘কৃষির নতুন দিগন্ত উন্মোচন: জলবায়ু পরিবর্তনের সাথে টিকে থাকার জন্য তরুণদের নেতৃত্বে উদ্ভাবন ও কৃষি প্রযুক্তির ব্যবহার’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ইয়াস গাকৃবি শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মো: ইসরাফিল হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সাফল্য ও বিভিন্ন অর্জনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের ইয়াসের গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ কৃষি ব্যবস্থায় তরুণদের নেতৃত্বের গুরুত্ব গভীরভাবে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান গভীর শ্রদ্ধায় শহিদ হাদীকে স্মরণ করেন।

তিনি বলেন, ‘টেকসই কৃষি উন্নয়নের জন্য উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক জ্ঞান এবং মাঠ পর্যায়ে কার্যকর প্রয়োগের সমন্বয় অপরিহার্য। নেতৃত্ব উন্নয়ন, বৈশ্বিক এক্সপোজার, গবেষণা বিনিময় এবং উদ্ভাবননির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের কৃষি ও সংশ্লিষ্ট খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইয়াস বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি গাকৃবিতে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২৫ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তব্য শেষে তিনি ইয়াসের নতুন কমিটি ঘোষণা করেন। এতে গাকৃবি শাখার লোকাল ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন তৌফিকুল ইসলাম। পরে ইয়াসের পক্ষ থেকে ভিসিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়।

কংগ্রেসের দ্বিতীয় পর্বে কেস প্রতিযোগিতামূলক ইভেন্টে কৃষির সার্বিক উৎকর্ষ সাধনে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেসের দ্বিতীয় দিনে ইয়াসের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ইয়াস বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে সক্রিয়ভাবে কাজ করছে এবং বাংলাদেশে ১৭টিরও বেশি কৃষি ও জীব-বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।