রাজশাহীর দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় বসার আসন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত সভায় চেয়ার নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, নওপাড়া ইউপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাব এবং স্থানীয় আলামিন হক বিজয়।
ঘটনার পর শনিবার উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সংবাদ সম্মেলন করে। পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।
তারা দাবি করেন, কিছু প্রভাবশালী নেতার ব্যক্তিস্বার্থ ও অসাংগঠনিক কার্যক্রমে দলের ভেতরে বিভেদ সৃষ্টি হচ্ছে, যা দলীয় ঐক্যকে হুমকির মুখে ফেলছে।
অন্যদিকে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়েদ হোসেন বলেন, ‘আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বিএনপিকে অস্থিতিশীল প্রমাণ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।’
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’