চকরিয়ায় পুলিশের কাছে সাক্ষী দেয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ার একটি মামলায় পুলিশের কাছে সাক্ষী দেয়ার ঘটনায় সাইফুল ইসলাম( ৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া থানা, কক্সবাজার
চকরিয়া থানা, কক্সবাজার |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ার একটি মামলায় পুলিশের কাছে সাক্ষী দেয়ার ঘটনায় সাইফুল ইসলাম( ৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম চকরিয়া কাকারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দরগাহ্ রাস্তার মাথা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, ওই এলাকার বদিউল আলম, আহমদ ছবি গং এর সাথে প্রতিবেশী নুরুল ইসলাম ও ফরিদুল আলমের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গত রোববার (২৮ ডিসেম্বর) সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করতে আসে। এসময় পুলিশের কাছে নিহত সাইফুল ইসলাম সাক্ষী দেয়। মামলার বিবাদীপক্ষ তাকে সাক্ষী না দেয়ার জন্য বললেও সে সাক্ষী দেয়ায় ক্ষুব্ধ হয়ে বিবাদীপক্ষ অপর একটি মামলায় সাইফুল ইসলামকে আসামি করে।

ওই মামলায় এজাহারভুক্ত আসামিদের পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করতে গেলে রাত ১টার দিকে সাইফুল ইসলাম পালিয়ে যায়। যার ফলে পুলিশ তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। এসময়ে মামলার বাদিপক্ষের লোকজন পাশের বিলে লুকিয়ে থাকা সাইফুলকে খুঁজে বের করে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

এদিকে নিহত সাইফুলের স্ত্রী দাবি করেছেন তার স্বামীর পিতার নাম মরহুম নুরুল ইসলাম। কিন্তু থানায় দায়েরকৃত ওই মামলায় নিহত সাইফুলের বাবার নাম দেখানো হয়েছে শাহ্ আলম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো: মুনির হোসেন জানান, পৃলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রতিপক্ষের লোকজন সাইফুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি। করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান ।