রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।
গণসংযোগের অংশ হিসেবে প্রতি শুক্রবার ও শনিবার ধারাবাহিকভাবে গৌরীপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। সর্বদাই মানুষের কল্যাণে কাজ করে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘দেশের প্রয়োজনে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। বিএনপি জনগণের অধিকার আদায়ে বদ্ধপরিকর। জনগণের কথা বলতে গিয়েই বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের দ্বারা ১৬ বছর অন্যায়-অত্যাচারের শিকার হয়েছেন। জেল খেটেছেন, আহত ও নিহত হয়েছেন। তবুও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ থেকে সরেন নাই।’
ধারাবাহিক গণসংযোগে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।