বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।
সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য নির্বাচিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে তাকে আমির হিসেবে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যিান্ট সেক্রেটারি ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান।
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, প্রবীণ জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, প্রফেসর ড. সাইয়েদ আবু নোমান, অধ্যাপক লিয়াকত আকতার সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মওলানা মমতাজুর রহমান, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি সময়ে মুহাম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছিল।



