রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাটে রাতের আঁধারে শত্রুতা মূলকভাবে এক ব্যক্তির দুই লাখের বেশি টাকা মূল্যের তিন শ’ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী রাজারহাট থানায় অভিযোগ করেছেন।
শুক্রবার (৪ জুলাই) রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের খালিশা কৈলাশকুটি গ্রামের রুহুল আমিন মিন্টু পাশের চাঁন্দামারী মৌজায় নিজস্ব জমিতে বাইফোর জাতের দুই শ’ আমগাছ, ৬০টি সুপারী গাছ ও ৪০টি লেবু গাছের একটি ফলের প্রজেক্ট তৈরি করে দেখাশোনা করে আসছেন। এবছর আমগুলোতে আম ধরেছিল। বৃহস্পতিবার রুহুল আমিনের স্ত্রী ময়ুরী বেগম প্রজেক্টে গিয়ে দেখেন, তাদের গাছ গুলো কেটে ফেলানো অবস্থায় পড়ে আছে। কে বা কারা রাতের আঁধারে সকলের অগোচরে প্রজেক্টে প্রবেশ করে আক্রোশ মূলকভাবে সমস্ত গাছ কেটে দিয়েছে। এতে করে রুহুল আমিনের দুই লাখের বেশি টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় রুহুল আমিন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অভিযোগ করেন।
রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’