দুমকির নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বটতলা এলাকায় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় লোহালিয়া নদীর তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মো: জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

Location :

Patuakhali
দুমকির নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দুমকির নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৬টার দিকে লোহালিয়া নদীর বটতলা সংলগ্ন তীরে পচা-গলা অবস্থায় ভাসমান লাশটি দেখতে পান স্থানীয়রা। তারা তাৎক্ষণিক দুমকি থানায় খবর দেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলটি নৌ-পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় তাদের অবহিত করা হয়েছে। নৌ-পুলিশ দলের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং তার আগ পর্যন্ত পুলিশ সদস্যরা লাশটি পাহারা দিয়ে রেখেছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’