চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক ৷ এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত তিনজন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে৷ আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী৷ অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি৷
প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাবুদ্দিন বলেন, ‘অটোরিকশাটিতে যাত্রী উঠানামা করছিল। হঠাৎ একটি দ্রুত গতির ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দেয়। দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের মধ্যে একজন মাদরাসার ছাত্রী, অন্যজন পথচারী। আহত অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
বড়তাকিয়া রেড়িয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: কামরুল হাসান চৌধুরী জানান, সকালে দুইজন মাদরাসার শিক্ষার্থী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদশী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, ‘আমি রাস্তা পার হয়ে মাত্র দাঁড়িয়েছি, এ সময় দ্রুতগতির একটি ট্রাক এসে অটোরিকশা ও পাশে থাকা পথচারিদের চাপা দেয়। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে নিজেই হতভম্ব হয়ে গেছি। এখনো আমার বুক কাঁপছে।’
চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি৷ দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দিই৷ দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি৷ হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ৷’



