ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় ২৫ গ্রাম প্লাবিত

‘পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পানিতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য ইতোমধ্যে তালিকা তৈরি করা হয়েছে।’

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Akhaura
ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় ২৫ গ্রাম প্লাবিত
ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় ২৫ গ্রাম প্লাবিত |নয়া দিগন্ত

টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে উপজেলা প্রশাসনসহ স্থানীয় লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, অতিরিক্ত বৃষ্টিপাতের সাথে ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার মোগড়া, মনিয়ন্ধ ও দক্ষিণ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, খলাপাড়া, উমেদপুর, সেনারবাদী, কুসুমবাড়ি, আওরারচর, ছয়গড়িয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, নোয়াপাড়া, নিলাখাত, টানুয়াপাড়া, শান্তিপুর, আদমপুর, খারকুট, মিনারকুট, টনকি, ইটনা, কর্নেল বাজার এলাকার কমপক্ষে দুই শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। একইসাথে দ্রুত বেড়ে যাচ্ছে সীমান্তের হাওড়া নদীর পানি।

স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসনের লোকজন সকাল থেকে মাঠে রয়েছে। খোঁজ-খবর নেয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। একইসাথে হাওড়া নদীর বাঁধে মাটি ও বস্তা দিয়ে বাঁধ মজবুত করতে কাজ করছে স্থানীয় লোকজন।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মনজর রহমান জানান, ‘এখনো হাওড়া নদীর বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে হাওড়া নদীর পানি দ্রুত বাড়ছে। বিপদসীমা অতিক্রম করলে সীমান্ত এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানান, ‘পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পানিতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য ইতোমধ্যে তালিকা তৈরি করা হয়েছে।’