চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৯টি প্যানেলের ঘোষণা এসেছে। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন ৪২৯ জন। এছাড়া হল সংসদে প্রতিদ্বন্ধিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০২ জন। এখন পর্যন্ত ৯টি প্যানেলের ঘোষণা আসলেও আরো অন্তত একটি প্যানেল চুড়ান্ত হচ্ছে বলে ক্যাম্পাস সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচনকে নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব প্যানেলের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- ছাত্রদল সমর্থিত প্যানেল
ভিপি পদে- সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে- মো: শাফায়াত ও এজিএস পদে- আইয়ুবুর রহমান তৌফিক।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল
ভিপি পদে- মো. ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে- সাঈদ বিন হাবিব, এজিএস পদে- সাজ্জাদ হোসাইন মুন্না।
বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের ‘ স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল
ভিপি পদে মাহফুজুর রহমান, জিএস পদে রশিদ দিনার ও এজিএস পদে- জান্নাতুল ফেরদৌস।
ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল
ভিপি পদে- আব্দুর রহমান রবিন, জিএস পদে- মোহাম্মদ আব্দুর রহমান ও এজিএস পদে- আমিনুল ইসলাম রাকিব।
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে গঠিত যৌথ প্যানেল ‘দ্রোহ পর্ষদ’: ভিপি পদে- ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে ইফাজ উদ্দিন ইমু ও এজিএস পদে জোনায়েদ কবির শায়র।
বাম অন্য সংগঠনগুলোর নেতৃত্বে ‘বৈচিত্রের ঐক্য’ প্যানেল
ভিপি পদে- ধ্রুব বড়ুয়া, জিএস পদে সুদর্শন চাকমা ও এজিএস পদে- জাকিরুল ইসলাম জসিম।
স্যাড ও ছাত্র ফেডারেশন সমর্থিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ প্যানেল
ভিপি পদে-আবির বিন জাবেদ, জিএস পদে চৌধুরী তাসনিম জাহান শ্রাবন ও এজিএস পদে- পলাশ দে।
অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ প্যানেল
ভিপি পদে- তাওসিফ মুত্তাকি চৌধুরী, জিএস পদে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ও এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান।
সুফিবাদী আদর্শে বিশ্বাসী ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল
ভিপি পদে- ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব ও এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ।
এছাড়া ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ নামে আলাদা একটি প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, মোট ১ হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৩৩ জন তা জমা দেননি।
তফসিলে আংশিক পরিবর্তন
নির্বাচন কমিশন নির্বাচনী তফসিলের আংশিক পরিবর্তন এনেছে। নতুন ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ সেপ্টেম্বর রোববার। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর (সোমবার)। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২৪ সেপ্টেম্বর বুধবার প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এরপর আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে।
স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার সাথে চবি ভিসি প্রো-ভিসির মতবিনিময়
অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও প্রো-ভিসি(প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ সভায় আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় চবি ভিসি চাকসু নির্বাচন আয়োজন নিয়ে বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। সম্প্রতি চবি শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার বিষয়েও তারা আলোচনা করেন।
মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চাকসু নির্বাচনে দ্রুত ভোটের ফলাফল ঘোষণার জন্য মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে। ছাত্রসংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার।
শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার জানান, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। আশা করা যাচ্ছে, রাকসু ও চাকসুতে উৎসবমুখর নির্বাচন হবে। এক্ষেত্রে ডাকসু ও জাকসু থেকে অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।
চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সাথে চাকসু নির্বাচনের নিরাপত্তা, ভোটের পদ্ধতি ও ভোট গণনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সবরকম সহযোগিতা করবেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।
আলোচনায় আরো উপস্থিত ছিলেন- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী, পুলিশের আইজিপি বাহারুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, চবি সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলীসহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা।