রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের পর হরতাল প্রত্যাহার

শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙ্গামাটিতে প্রথম দিনের শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati

রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণার পর ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে কোটাবিরোধী ঐক্যজোট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানোর পরই তারা এই ঘোষণা দিয়েছে।

রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জানান, ২১ নভেম্বর অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হরতাল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা ছাড়া উপায় ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করেই পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও তিনি প্রেস ব্রিফিয়ে উল্লেখ করেন।

এর আগে, শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙ্গামাটিতে প্রথম দিনের শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। লঞ্চ–স্পিডবোট না চলায় পাঁচ উপজেলার সাথে নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শহরের বাজার-দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বেশরভাগই বন্ধ ছিল। প্রধান সড়কের বিভিন্ন স্থানে হরতালকারীরা পিকেটিং করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, বাড়ানো হয় টহল।

হরতালকারীদের অভিযোগ, রাঙ্গামাটি জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকার নির্ধারিত সাত শতাংশ কোটা না মেনে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। যা তারা বৈষম্যমূলক বলে দাবি করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়ে তারা জানান, এ ধরনের কোটা প্রথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।