জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাশেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ছয়জন যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত (বটতলা চত্বর) সংলগ্ন ইপিজেডের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদ সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমাজ সাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোপাল চন্দ্র বিষয়টি দেখছেন। মোবাইল ফোনে যোগাযোগ করলে এসআই গোপাল চন্দ্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



