পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক আফজাল হোসেনের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে একাধিক নারীর সাথে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠে আসে, যা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনসহ সর্বমহলে সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে অভিযোগ করা হয়, আফসা (ছদ্ম নাম) নামে এক অসহায় ও স্বামী পরিত্যক্তা নারীকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর করে দেয়ার প্রতিশ্রুতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে ইউএনও কার্যালয়ের পাশের ড্রাইভারদের বিশ্রামকক্ষে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন আফজাল হোসেন। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রমের ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করে আরো কয়েকবার সম্পর্ক করতে বাধ্য করেন তিনি।
অন্য ভুক্তভোগী নারী নাফসা (ছদ্ম নাম) অভিযোগ করেন, ‘আমার আশ্রয়ণ প্রকল্পের ঘরের বিষয়ে সমস্যার সমাধান করে দেবেন বলে আফজাল প্রথমে সহযোগিতার আশ্বাস দেন। পরে বিয়ের প্রলোভনসহ কুপ্রস্তাব দেন তিনি। আমি অসম্মতি জানালে আমাকে বিভিন্নভাবে হেনস্তার চেষ্টা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ড্রাইভার আফজাল হোসেন সাংবাদিকদের কাছে ভিডিও প্রকাশ না করার অনুরোধ জানান। এছাড়া তিনি দাবি করেন, ‘ভিডিওর ব্যক্তিটি আমার মতো দেখতে হলেও কণ্ঠ অন্য কারো।’
উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনা জানার পর অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


