জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমানের নেতৃত্বে মিছিলে সাধারণ সম্পাদক শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, কাজী একরামুল, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, ছাত্রদলের সভাপতি আরমান, শফিকুল ইসলাম বাবুসহ সৈয়দপুর উপজেলা, পৌর কমিটি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।