কাঁঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু

‘পরিবার কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
আব্দুল খালেক ফরাজী
আব্দুল খালেক ফরাজী |সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে আব্দুল খালেক ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বড় কাঁঠালিয়ায় রাজাপুর-কাঁঠালিয়া মহাসড়কের পাশে গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল খালেক ফরাজী বাড়ির পাশে গাছের ডাল কাটতে ওঠেন। এ সময় গাছের সাথে থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, পরিবার কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।