দ্বিতীয় বিয়ের জেরে ছেলেকে খুন, স্ত্রীর মামলা

ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বাবা নুরুজ্জামান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিহত বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোহাম্মদ সাহেদ
নিহত বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোহাম্মদ সাহেদ |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ে করা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে খুন হওয়া ছেলে মোহাম্মদ সাহেদের জানাজা শেষে দাফন করা হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত স্বামীকে আসামি করে মামলা করেছেন নিহতের মা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মায়ানী এলাকায় অনুষ্ঠিত তার জানাজায় মানুষের ঢল নামে।

এ সময় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় সাহেদকে ছুরিকাঘাতে খুন করেন তার বাবা নুরুজ্জামান।

হত্যার ঘটনায় সাহেদের মা কামরুল জাহান প্রকাশ কামরুজাহান বাদি হয়ে বাবা নুরুজ্জামানকে এক নম্বর আসামি করে অজ্ঞাত একজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন নুরুজ্জামান।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় পাগলপ্রায় মা কামরুজ্জাহান। কিছুতেই আদরের ছেলেকে ভুলতে পারছেন না তিনি। তার আহাজারিতে যেন ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানী এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলে খুনের ঘটনায় নিহতের মা বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।