পদ্মার ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিন ধরে পদ্মা তীরবর্তী ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিবছরই ভিটেমাটি হারাতে হচ্ছে অনেক মানুষকে। শিগগিরই কার্যকর পদক্ষেপ না নেয়া হলে কঠোর আন্দোলনে নামা হবে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
পদ্মার ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে মানববন্ধন
পদ্মার ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে মানববন্ধন |সংগৃহীত

বর্ষা মৌসুম শুরুর আগেই গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে। এদিকে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। এ সময় স্থানীয় গ্রামবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সদর উপজেলার পদ্মা তীরবর্তী বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি, সরদার কান্দি, বানিয়াল, মহেশপুর, রাঢ়ী পাড়া, আশুলির চর, পূর্ব রাঢ়ী পাড়াসহ অন্তত ১০টি গ্রামে অসময়ে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন করে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

ফলে দ্রুত ভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় কর্মসূচি থেকে।

তারা আরো জানান, দীর্ঘদিন ধরে পদ্মা তীরবর্তী ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতিবছরই ভিটেমাটি হারাতে হচ্ছে অনেক মানুষকে। শিগগিরই কার্যকর পদক্ষেপ না নেয়া হলে কঠোর আন্দোলনে নামা হবে।

এর আগে তিন বছরে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অন্তত দেড় শতাধিক পরিবার।