শহিদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর করা, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা ও সারাদেশে মুসলিম মেয়েদের ওপর সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা চাঁদপুর শহরের বায়তুল আমিন শপথ চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নুরে আলম।
বক্তারা বলেন, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে শহিদ আলিফ হত্যার বিচার কার্যকর না করে এবং ইসকনের মতো উগ্র সংগঠনকে নিষিদ্ধ না করে তবে সারাদেশে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
সমাবেশ শেষে বায়তুল আমিন শপথ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিশন রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভে জেলার বিভিন্ন উপজেলা থেকে হেফাজতের নেতাকর্মী, আলেম-উলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।



