ডাকসু ভিপি

পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে খারাপ পরিণতি হবে

ডাকসু ভিপি সাদিক কায়েম পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা নব্য ফ্যাসিবাদ হিসেবে খারাপ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন এবং আসন্ন নির্বাচনে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachhari
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনা ডাকসু ভিপি সাদিক কায়েম
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনা ডাকসু ভিপি সাদিক কায়েম |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘ফ্যাসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল নতুন বাংলাদেশে তার চেয়ে খারাপ পরিণতি হবে। কেউ যদি আবার ফ্যাসিবাদের মতো গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই- কেউ নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে আসন্ন নির্বাচন সম্পর্কে ডাকসু ভিপি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা ক্ষমতায়িত হয়েছে। তরুণরা কাউকে ভয় পায় না। তরুণরা সবসময় ইনসাফকে প্রতিনিধিত্ব করে। সত্যকে সত্য বলে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছি তারা গত তিন নির্বাচনে ভোট দিতে পারেনি। আমি এই প্রজন্মকে বলব, আসন্ন নির্বাচনে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে হবে। প্রতিটি কেন্দ্রে যেন সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। এই নতুন বাংলাদেশের টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না। কেউ টাকা দিতে আসলে আপনি তার দিকে জুতা ছুড়ে মারবেন, টাকা নিবেন না। এই টাকা নেয়া মানে শহীদদের আকাঙ্ক্ষাকেকে ধারণ না করা। শহীদদের সাথে সুস্পষ্টভাবে প্রতারণা করা।’

সাদিক কায়েম বলেন, ‘বিগত ফ্যাসিবাদের আমলে আমরা দেখতে পেয়েছি এদেশের নাগরিকদের উপর হুমকি, গুম, খুন, আয়নাঘর, সংঘাত কায়েম করার মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদের কায়েম করা হয়েছিল। আজকের এই নতুন বাংলাদেশে আমরা দেখতে পাই আবারো আরেকটি দল এ দেশের নাগরিকদের উপর হুমকি দিচ্ছে। সাবধান করে বলছি, এ ধরনের হুমকি স্বাধীন বাংলাদেশে চলবে না, এই খাগড়াছড়িতে চলবে না। বিগত ফ্যাসিবাদের আমলে খুনী হাসিনা অনেক হুমকি দিয়েছে। একপর্যায়ে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আজকে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে। কিন্তু ছাত্রশিবির এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে পরিণত হয়েছে।’

এসময় সাদিক কায়েম বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ যদি অন্যায় করে, জুলুম করে, সেই জুলুমের প্রতিবাদ করতে হবে, সেটা যেই হোক। কেউ যদি আপনাদের কাছে চাঁদাবাজি করতে আসে, টেন্ডারবাজি করতে আসে, আপনাদের উপর জুলুম করে আমি সাদিক কায়েম আপনাদের পাশে থাকব। আপনারা কাউকে ভয় পাবেন না সে যত বড়ই ক্ষমতাধর হোক। ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর সকল প্রতিনিধিসহ বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে। এই বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না।’

পার্বত্য চট্টগ্রাম ও খাগড়াছড়ি প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশের এক দশমাংশ এ পার্বত্য চট্টগ্রামে অনেক সম্ভাবনা রয়েছে। সঠিক নেতৃত্ব বাছাই করতে পারলে পার্বত্য পর্যটন শিল্পকে কাজে লাগানোর মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশকে আমরা একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব। এসব কিছুর জন্য সঠিক নেতৃত্ব দরকার। এ পার্বত্য চট্টগ্রামে এত সম্পদ থাকা সত্ত্বেও সঠিক নেতৃত্বের অভাবে আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। আগামী নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগানোর জন্য, এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার মাধ্যমে একটি কৃষি বিপ্লব সাধন করবে। যে বিপ্লবের মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গত ৫৪ বছরে এ অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটেনি, আগামীতে নির্বাচিত প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন করবে।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারি মিনহাজুর রহমান, খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা কাউছার আজিজী, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, আদর্শ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ আবুল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামসহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা জানানো হয়।