ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় অভিযুক্ত আসামি লায়ন শাকিল (৩৩) ও তার সহযোগী মো: আরিয়ান আহমেদকে (২৪) আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) -এর কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে তাদের কসবা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরে লায়ন শাকিল প্রকাশ্যে তিনজনকে গুলি করে আহত করেন। একই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে ইতোমধ্যে র্যাব গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই লায়ন শাকিল পলাতক ছিলেন।
পুলিশ ও বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেলে ভারতীয় বিএসএফ লায়ন শাকিল ও তার সহযোগী আরিয়ানকে আটক করে। পরদিন শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জিয়াউর রহমান বলেন, ‘দু’জনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লায়ন শাকিল ও দেলোয়ার হোসেন দিলীপের মধ্যে আধিপত্য বিস্তার ও চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার পর লায়ন শাকিল আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় পূর্বপরিচিত এক ব্যক্তির বাসায় আত্মগোপন করেন। পরে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।



