চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল ও চান্দের গাড়ির সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি এমরান হোসেন চৌধুরী (৪২) নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমরান উপজেলার চারিয়া গ্রামের মিয়াজি চৌধুরী বাড়ির মরহুম বাদশা সারেংয়ের ছেলে।
হাটহাজারী মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত এমরান চৌধুরী শনিবার উপজেলা সদর থেকে দলীয় সভা শেষ করে রাত দেড়টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় চারিয়া বাজারের আগে বুড়িপুকুর পাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। চান্দের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক এখনো পলাতক।’
উল্লেখ্য, নিহত স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীর জানাজা
রোববার (৭ ডিসেম্বর) জোহরের পর চারিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরের আমির পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিনসহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মী এবং সহসহস্রাধিক মুসল্লী।



