জেলের বড়শিতে সাড়ে ২৩ কেজির পাঙ্গাস, সাড়ে ২৩ হাজারে বিক্রি

‘রিয়াজ ১ হাজার টাকা কেজি দরে সাড়ে ২৩ কেজি ওজনের পাঙ্গাস মাছটি সাড়ে ২৩ হাজার টাকায় বিক্রয় করেছেন।’

এ এস এম জসিম, পাথরঘাটা (বরগুনা)

Location :

Patharghata
জেলের বড়শিতে সাড়ে ২৩ কেজির পাঙ্গস, সাড়ে ২৩ হাজারে বিক্রি
জেলের বড়শিতে সাড়ে ২৩ কেজির পাঙ্গস, সাড়ে ২৩ হাজারে বিক্রি |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় জেলে রিয়াজ হোসেনের বরশিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালমেঘা বাজারে বিক্রি করতে নিয়ে গেলে ব্যবসায়ী মো: রাজু মিয়া ১ হাজার টাকা দরে সাড়ে ২৩ হাজারে ক্রয় করে রাখেন।

এর আগে বেলা ১১টার দিকে কালমেঘা বাজারের স্লুইসগেট এলাকায় সাড়ে ২৩ কেজি ওজনের মাছটি বড়শিতে ধরা পড়ে।

জেলে রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে কালমেঘা বাজারের পাশে স্লুইসগেটে বরশি পেতে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ বড়শিতে টান দিলে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকে পড়েছে। তাৎক্ষণিক বরশি উঠিয়ে দেখতে পান সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য পাশের বাজারে নিয়ে গেলে ব্যবসায়ী রাজু মিয়ার কাছে ১ হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫শ টাকায় বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী মো: রাজু মিয়া বলেন, ‘রিয়াজ ১ হাজার টাকা কেজি দরে সাড়ে ২৩ কেজি ওজনের পাঙ্গাস মাছটি সাড়ে ২৩ হাজার টাকায় বিক্রয় করেছেন।’

তিনি ধারণা করছেন এই মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করতে পারবেন। পাঙ্গাস মাছটি দুপুরেই পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে।