কমলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার সকালে তার লাশ বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে চাদর দিয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে আক্কাছ মিয়ার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন এলাকাবাসী।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে তার লাশ বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে চাদর দিয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত আক্কাছ উপজেলার রামপাশা গ্রামের মো: আবাছ মিয়ার বড় ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আক্কাছ পেশায় রংমিস্ত্রী ছিলেন। রোববার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার আগে তিনি তার বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো: নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদরাসা এলাকায় দেখতে পান। এরপর বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ফোনে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার বাইসাইকেল পড়ে থাকতে দেখেন। আশপাশে খোঁজাখুঁজি করলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আক্কাছের নিথর দেহ দেখতে পান। এ সময় তার দুই পা মাটিতে লাগানো অবস্থায় ছিল, যা দেখে এলাকাবাসী এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত আক্কাছের লাশ কমলগঞ্জ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।