পিরোজপুরের কাউখালীতে রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে হিন্দু সম্প্রদায়ের অধ্যুষিত এলাকা আমরাজুড়ী ইউনিয়নের ৩নম্বর রোঙ্গাকাঠি ওয়ার্ডে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোঙ্গাকাঠী মন্দিরের সামনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি তন্ময় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক পল্লব সিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন, ওয়ার্ড বিএনপির নেতা সুখরঞ্জন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার, সুজন মিস্ত্রি, রিতা রানী মন্ডল, শোভা রানীসহ এলাকাবাসী।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়েছে



