উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালী উপকূলসহ কুয়াকাটা অঞ্চলে সারাদিন ঘন মেঘে ঢাকা আকাশ ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
আজ মঙ্গলবার সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি অগ্রসর হয়ে আগামীকাল সকাল পর্যন্ত ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ইতোমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছধরা ট্রলার ও নৌ-যানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে শত শত মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্যবন্দর এবং শিববাড়িয়া নদীতে। হঠাৎ আবহাওয়ার অবনতি হওয়ায় জেলেরা দ্রুত আশ্রয় নিতে বাধ্য হন। ফলে মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, উত্তাল সমুদ্রের কারণে জেলেপল্লীগুলোতে আতঙ্ক বিরাজ করছে। অনেক ট্রলার নিরাপদে ফিরে এলেও এখনো কিছু ট্রলার গভীর সমুদ্রে অবস্থান করছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে ওইসব ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে।