ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে মো: তাহের মাঝি (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে নৌকায় থাকা হৃদয় (১০) ও মারুফ (৯) নামের দুই শিশু।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
মো: তাহের মাঝি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত দুই শিশু
একই এলাকার সুমন ও স্বপনের ছেলে।
জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে মো: তাহের মাঝি নামে এক জেলের মৃত্যু হয়। এ সময়
নৌকায় থাকা হৃদয় ও মারুফ নামের দুই শিশু গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ জানান, ঘটনা শোনার পর মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে,
যাচাই-বাছাই করে রিপোর্ট করলে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সাহায্য করা হবে।