ফেনীতে মিছিলের প্রস্তুতিকালে এবং নাশকতার চেষ্টাকালে কেরোসিন, পেট্রোল ও গ্যাসলাইটসহ নিষিদ্ধ ছাত্রলীগের নয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) তিনটি পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান।
সাইফুল ইসলাম জানান, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে ফেনী সদরের কালিদহ ইউনিয়নের লালপোলে জাকিয়া হোটেলের সামনে কেরোসিন, পেট্রোল, গ্যাসলাইট ও কিছু কসটেপসহ আব্দুল্লাহ আল মাসুম ও মো: রাজু নামে দু’জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের সোনাগাজী থানার বাসিন্দা দক্ষিণ আফ্রিকান প্রবাসী রাজু লালপোল এসে যেকোনো একটি গাড়িতে আগুন লাগিয়ে আলাউদ্দিন নাছিমের পক্ষে জয় বাংলার স্লোগান দিয়ে ভিডিও করে তাকে পাঠানোর জন্য বলে। এর বিনিময়ে তারা যা চাইবে তাদের তা দেয়া হবে বলে জানা যায়।
এছাড়া ভোর ৫টার দিকে আরেক অভিযানে একই উপজেলার লেমুয়া এলাকায় মহাসড়কে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতিকালে রাকিবুল ইসলাম, মো: নাহিদ ও মো: আশরাফুল হক নামে আরো তিনজনকে আটক করা হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে বলে পুলিশ জানায়।
এছাড়া দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মহিপাল থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা অবস্থায় মো: জিসান, ফারদিন ইসলাম, মো: সোহেল ও সিরাম নামে আরো চারজনকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান উপস্থিত ছিলেন।



