দামুড়হুদায় ৮৪০ বোতল ইসকাফসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করা হলে কারটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই কারটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ জব্দ করা হয়।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
ইসকাফসহ আটকরা
ইসকাফসহ আটকরা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে ৮৪০ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাফ সিরাপ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার লক্ষ্মীকোল গ্রামের মরহুম জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) ও একই গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে দামুড়হুদার নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করা হলে কারটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই কারটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি মাদক হিসেবে ব্যবহৃত হয় এবং এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের জানান, ফেনসিডিল ও ইসকাফের জেনেটিক নাম একই হওয়ায় এটি মাদক ব্যবসায়ীরা বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে। ভারতের ভিন্ন কোম্পানি ভিন্ন নামে কৌশলে এই মাদকটি সরবরাহ করছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।