বিলেতে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির একযুগ পূর্তি উদযাপন

২০১৩ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত সংগঠনটির একযুগ পূর্তি উপলক্ষে অতিথিদের উৎসাহমূলক বক্তব্য, সদস্যদের স্মৃতিচারণ এবং সদস্য আব্দুস শুকুর মামুনের সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
বিলেতে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির একযুগ পূর্তি উদযাপন
বিলেতে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির একযুগ পূর্তি উদযাপন |নয়া দিগন্ত

যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’-এর একযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ‘শিকড়ের টানে’ শীর্ষক একযুগ পূর্তি স্মারক প্রকাশ করে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) লন্ডনের একটি বিলাসবহুল কমিউনিটি হলে অনাড়ম্বর আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে নরসিংপুর ইউনিয়নের বাসিন্দা ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

২০১৩ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত সংগঠনটির একযুগ পূর্তি উপলক্ষে অতিথিদের উৎসাহমূলক বক্তব্য, সদস্যদের স্মৃতিচারণ এবং সদস্য আব্দুস শুকুর মামুনের সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সংগঠনের সভাপতি আমরুদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শুকুর মামুন ও সদস্য হাফিজ খালেদ আহমদ। মাগরিবের নামাজের পর উপদেষ্টা আনোয়ার আলীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে ‘শিকড়ের টানে’ স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলার কৃতিসন্তান কমিউনিটি ব্যক্তিত্ব সুলতান আহমদ ও শাহাব উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট এবং সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাবেক সভাপতি শফিকুর রহমান ও সহসভাপতি আমিরুল হক আমিনকে ‘Award of Appreciation‘ প্রদান করা হয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটির বর্ষীয়ান নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবী মাহিদুর রহমান মাহিদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, আলেমে দ্বীন ইমাম আব্দুল বাছির, দোয়ারাবাজার উপজেলা সমিতি ইউকে’র সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম মুনিম, উপদেষ্টা সুলতান আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস-এর সভাপতি ফেরদৌস আলম, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আহমেদ ন্যান্সি, কমিউনিটি নেতা আবু হেলাল, মতিউর রহমান, সফিকুর রহমান, আব্দুল কুদ্দুস, আমিরুল হক আমিন, খলিলুর রহমান, হুমায়ুন কবীর, ফজলুল কাদের তালুকদার প্রমুখ।

এছাড়া সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মিসবাহুল ইসলাম, নুরুল আমিন, মনিরুজ্জামান সমুজ, সোহেল রহমান, মোশাহিদ আলী, দেলোয়ার হোসেন, কবির হোসেন, আরশ সুমন, জহিরুল ইসলাম হৃদয়, আব্দুস সোবহান, আব্দুল্লাহ আল নুমান, সায়েদ জাকারিয়া, ইমরান হোসেন, আল আমিন, মো: জাহেদ, আবু লেইছসহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

ইমাম আব্দুল বাছিরের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সফল করার জন্য সভাপতি আমরুদ আলী ও সেক্রেটারি মাহবুবুর রহমান উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান।