চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিহত আব্দুর রহমান ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খরকুল এলাকার মফজল হোসেনের ছেলে বলে জানা গেছে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে আহত আব্দুর রহমান (২৭) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর মৃত্যুবরণ করেছেন।

রোববার (২০ জুলাই) গভীর রাতে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে সে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইউসুফ চৌধুরী।

নিহত আব্দুর রহমান ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খরকুল এলাকার মফজল হোসেনের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, গত ৪ জুলাই বান্দরবানের বালাঘাটা এলাকায় ডেকরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ২০ জুলাই রাত ৩টার দিকে তিনি মারা যান।