দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ মাদককারবারি গ্রেফতার

আব্দুল আহাদের হেফাজতে থাকা ও জাহাঙ্গীর আলমের ফেলে যাওয়া দু’টি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত ৪০ বোতল অফিসার চয়েস মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্ধ করা হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ মাদককারবারি গ্রেফতার
দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ মাদককারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ আব্দুল আহাদ (৪৪) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক কথা জানান। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল আহাদ উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মরহুম গেদা মিয়া প্রকাশ মদরিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে মাঝেরগাঁও গ্রামের মরহুম রজব আলীর ছেলে মো: জাহাঙ্গীর আলম (৩৫) হাতে থাকা একটি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত মদ এবং ব্যবহৃত মোবাইল ফোন ফেলে দৌড়ে পালিয়ে যান। আব্দুল আহাদের হেফাজতে থাকা ও জাহাঙ্গীর আলমের ফেলে যাওয়া দু’টি কালো পলিথিনের ব্যাগে রক্ষিত ৪০ বোতল অফিসার চয়েস মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্ধ করা হয়েছে।

গ্রেফতার ও পলাতকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।