গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা অবিলম্বে বন্ধের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সদরে জামায়াতে ইসলাম, ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসল্লীসহ সর্বস্তরের জনতার উদ্যোগে পৃথক প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভা ও মিছিলে জামায়াত ইসলাম, ছাত্র-জনতা, ধর্মপ্রাণ মুসল্লীসহ সর্বস্তরের উদ্যোগে উপজেলা সদর থেকে পৃথকভাবে মিছিল বের করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াত ইসলামীর উদ্যোগে সদরের পৌরসভা গেইট সম্মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
এদিকে ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসল্লীসহ সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলের পূর্বে গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সম্মুখে পৃথক প্রতিবাদ সভায় মাওলানা রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন হাফিজ আব্দুল গফফার, মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ।



